সকল বই

শুভমানস ঘোষ এর বই সূমহ

শুভমানস ঘোষ

শুভমানস ঘোষের জন্ম ১৭ অক্টোবর ১৯৫৮ হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস করেন হুগলি জেলার ভদ্রকালীতে। স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজে বঙ্গভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান। ছাত্রাবস্থায় লেখালিখির সূত্রপাত। ১৯৮৮ সালে প্রথম গল্পগ্রন্থ ‘গল্প অল্প স্বল্প’। ছোটদের প্রথম উল্লেখযোগ্য গল্প প্রকাশিত হয় ১৯৮৯ সালে ‘সন্দেশ’ পত্রিকায়, ‘খাসনবিশের খাসা যন্তর’। ২০১০ সালে আনন্দ পাবলিশার্স প্রকাশিত ‘বন্ধুর বাড়ি’ উপন্যাস লেখককে ঔপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠা দান করে। ছোটদের-বড়দের গল্প-উপন্যাসে স্বচ্ছন্দ লেখক ছোটদের ছোটগল্পে বিশিষ্ট অবদানের জন্য গৌরবময় অজগর পুরস্কার (২০১০), সামগ্রিক সাহিত্যে রায়গুণাকর ভারতচন্দ্র স্মৃতি পাঞ্চজন্য সাহিত্য স্মারক সম্মান পুরস্কার (২০১৮), জীবনব্যাপী সাহিত্যকীর্তির জন্য অ্যাকাডেমি অফ সোশিয়ো কালচারাল এন্ড এনভায়রনমেন্টাল নর্ম্যাটিভ ডেভলপমেন্ট সংস্থা কর্তৃক সারস্বত সম্মান (২০১৯) ও শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবে বটুক নন্দী স্মৃতি সম্মানে (২০২১) ভূষিত হয়েছেন।

Showing 1 to 4 of 4 results