সকল বই

ড. মাহবুবুল হক এর বই সূমহ

ড. মাহবুবুল হক

গবেষক ও প্রাবন্ধিক ড. মাহবুবুল হকের জন্ম  ১৯৪৮-এ, ফরিদপুর জেলার মধুখালিতে।  ছেলেবেলা থেকে জীবন কেটেছে চট্টগ্রামে।  বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম হয়ে বি. এ. সম্মান এবং প্রথম শ্রেণি পেয়ে এম. এ. ডিগ্রি লাভ করেছেন।  পরে উচ্চতর গবেষণা করে পেয়েছেন পিএইচ. ডি ডিগ্রি।  দীর্ঘকাল শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের চলতি দায়িত্ব পালন করেছেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 
প্রবন্ধ রচনা, ফোকলোর চর্চা, গবেষণা, অনুবাদ ও সম্পাদনার জন্যে ড. মাহবুবুল হক দেশে-বিদেশে পরিচিত। তাঁর চল্লিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশ, ভারত ও পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে। 
তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন, সেমিনার ও আলোচনাচক্রে অংশ নিয়েছেন।  প্রবন্ধ উপস্থাপন করেছেন ভারতের কলকাতা, যাদবপুর, বিশ্বভারতী, কল্যাণী, পাতিয়ালা, গৌড়বঙ্গ ও আসাম বিশ্ববিদ্যালয়ে।  বক্তৃতা করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে।  যোগ দিয়েছেন ২০০৭-এ দিল্লিতে অনুষ্ঠিত প্রথম সার্ক ফোকলোর উৎসবে। 
লেখালেখি ও গবেষণার জন্য বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি।  উল্লেখযোগ্য হলো : ফিলিপস পুরস্কার, মধুসূদন পদক, মুক্তিযুদ্ধ পদক, চট্টগ্রাম একাডেমি পুরস্কার, রশীদ আল ফারুকী সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একুশের সাহিত্য পুরস্কার ইত্যাদি। 

Showing 1 to 5 of 5 results