সকল বই

শিবশঙ্কর মিত্র এর বই সূমহ

শিবশঙ্কর মিত্র

জন্ম : ২০ অক্টোবর, ১৯০৯ খ্রিস্টাব্দ। খুলনায়। অধুনা বাংলাদেশের অন্তর্গত।প্রাচীন ভারতীয় ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। লাইব্রেরি সায়েন্সেও স্নাতক।ছাত্রজীবনেই ঝাঁপ দেন স্বদেশি আন্দোলনে। বিপ্লবী ‘যুগান্তর’ দলে যোগ ১৯২৬-এ। স্বাধীনতা সংগ্রামী-রূপে আট বৎসর কারাবন্দি—১৯৩১ থেকে ১৯৩৮ পর্যন্ত। কারামুক্তির পর যোগ দেন ভারতীয় কম্যুনিস্ট পার্টিতে। প্রথম বই ১৯৪১-এ। লেনিনের সংক্ষিপ্ত জীবনী। বাংলা ভাষায়।১৯৪১ থেকে ১৯৪৮, কাজ করেছেন যুগান্তর ও অমৃতবাজার পত্রিকায়, রেফারেন্স এডিটর রূপে। ট্রেড ইউনিয়নের জঙ্গী নেতা-রূপে দ্বিতীয়বার কারাবাস, ১৯৪৮ থেকে ১৯৫২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে সহকারী লাইব্রেরিয়ান পদে যোগ দেন ১৯৫৪ খ্রিস্টাব্দে। ধাপে ধাপে উন্নতির পর অ্যাকটিং লাইব্রেরিয়ান হিসেবে অবসৃত ১৯৭০-এ। এরই মধ্যে লেকচারার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স-এ। অবসৃত জীবনে গোর্কি সদনের লাইব্রেরিয়ান রূপে কাজ করেছেন ১৯৮৬ পর্যন্ত।বহু গ্রন্থের প্রণেতা। ইংরেজিতে লেখা একটি বইয়ের জন্য পেয়েছেন সোভিয়েত দেশ নেহরু পুরস্কার। ছোটদের জন্য রচিত বাংলা গ্রন্থের জন্যও পেয়েছেন দুটি পুরস্কার। তার একটি ভারত সরকার প্রদত্ত। ১৯৬২-তে, শ্রেষ্ঠ শিশুসাহিত্য রূপে সুন্দরবন গ্রন্থে।শখ: খবরের কাগজ পড়া। এবং সময় সুযোগ হলেই সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্ম হয়ে দিনযাপন।

Showing 1 to 1 of 1 results