নারী, পুরুষ ও সমাজ বাংলা ভাষায় নারীবাদী সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযােজন।। বহু কারণেই নারী, পুরুষ ও সমাজ গ্রন্থটি আরও বেশি সমসাময়িক হয়ে উঠছে প্রতিদিন। প্রাগৈতিহাসিক পর্বের নারীর উচ্চক্ষমতা ও মর্যাদার প্রত্নতাত্ত্বিক। নিদর্শনগুলাের সারসংক্ষিপ্ত পর্যালােচনা করে আনু মুহাম্মদ পরেকার ঐতিহাসিক সাক্ষ্যগুলােকে বিবেচনা করেছেন পুরুষতান্ত্রিক মতাদর্শ বিকাশের নানান পর্বে। নারীকে ক্রমাগত অধস্তন করার ধারাবাহিকতা হিসেবে। এই অধস্তনতা, একরৈখিক ছিল না বটেই - ডাইনী রূপে, বিদ্রোহী রূপে নারীর প্রতিরােধও জারি ছিল সর্বদাই। ফরাসি বিপ্লবের ফলশ্রুতিতে আধুনিক পুঁজিবাদের বিকাশের সাথে সাথে নারীর সীমিত মুক্তি ঘটলেও পূর্ণতর মুক্তির জন্য নারীর লড়াই অব্যাহত ' থেকেছে। অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলােতে নারীর অধিকারের বিপুল অগ্রগতি সত্ত্বেও নানান পিছুটান অব্যাহত থাকার কারণও লেখক। এই গ্রন্থে পর্যালােচনা করেছেন। নারীমুক্তির মার্কসবাদী ধারার সাথে নারীবাদের অন্য আরও নানান স্রোতের বিতর্ক ও সমালােচনার পর্যালােচনাও এই গ্রন্থের একটা উল্লেখযােগ্য দিক।