Primary English-Bengali Picture Dictionary Class2 বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা ছাড়াও সবারই আরো অন্তত একটি ভাষা জানা জরুরি। সাধারণত সেই ভাষাটি ইংরেজি হওয়াই উত্তম। কারণ প্রতি মুহূর্তে নানা কারণে আমাদেরকে এই ভাষার সাহায্য নিতে হয়। আমাদের শিক্ষাব্যবস্থাতেও বাংলা ভাষার বাইরে ইংরেজিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ইংরেজি একটি বিদেশি ভাষা হওয়ায় শিক্ষার প্রাথমিক স্তরেই এই ভাষার শব্দ (English Word) সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। নইলে পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষায় দুর্বলতার জন্য ছাত্র-ছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়। উচ্চশিক্ষা থেকে শুরু করে ব্যবসায়-বাণিজ্য, পেশাগত কাজকর্ম, বহির্বিশ্বে যোগাযোগ সব ক্ষেত্রেই সাধারণত ভালো ইংরেজি জানা থাকা দরকার। শিক্ষার প্রাথমিক স্তরে ছাত্র-ছাত্রীদেরকে সহজে ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করানো এবং সহজে মনে রাখার জন্যই আমরা ইংরেজি থেকে বাংলা পিকচার ডিকশনারি প্রকাশনার উদ্যোগ নিয়েছি। এখানে মোটামুটিভাবে সর্বাধিক ব্যবহৃত ২৭০৬ টি শব্দ (English Word) বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে বাছাই করে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ব্যবহারের সুবিধার্থে পাঁচটি বই আকারে প্রকাশ করেছি যাতে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা নূন্যতম কিছু ইংরেজি শব্দ আয়ত্ব করতে পারে। প্রতিটি ইংরেজি শব্দের (English Word) সঙ্গে শব্দের প্রকার, উচ্চারণ, একাধিক বাংলা অর্থ, একাধিক English Synonym ও শব্দের পরিচিতির জন্য একটি করে ছবি দিয়েছি। কোনো শব্দই একবারের অধিক ব্যবহার করা হয়নি। যেমন যে শব্দটি লেভেল২-এ আছে সেই শব্দটি লেভেল ১, ৩, ৪, বা ৫-এ নেই। এই Primary English to Bengali Picture Dictionary Level-1 বইটিতে মোট ২৯২টি মূল শব্দ দেওয়া হয়েছে এবং ব্যবহৃত ছবিগুলো কেবল ছাত্র-ছাত্রীদের শেখার জন্যই ব্যবহার করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। বইটি তৈরিতে শব্দ বাছাই, শব্দের প্রকারভেদ নির্ণয়, উচ্চারণ, শব্দের অর্থ, Synonym এবং ছবি নির্বাচন প্রতিটি ধাপেই আমাদের এডিটরিয়াল টিমের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সুন্দর প্রকাশনা সম্ভব হয়েছে। আমি এডিটরিয়াল টিমের সকলের কাছে তাদের শ্রম ও মেধা ব্যয়ের জন্য কৃতজ্ঞ। আমাদের বই সম্পর্কে যে কোনো মতামত বা পরামর্শ থাকলে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হবে। কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে পরবর্তী সংস্করণে নিশ্চিতভাবে সংশোধন করা হবে। এই ব্যাপারে সবার সহযোগিতা প্রত্যাশা করি।