কে প্রবন্ধ লেখেননি ‘দেশ’ পত্রিকায়? ভাবনা-চিন্তার আকাশে যাঁরা একদা উজ্জ্বল এক-একটি জ্যোতিষ্ক বলে গণ্য হতেন, আজও হন, তাঁদের প্রায় প্রত্যেকেই ছিলেন ‘দেশ’ পত্রিকার লেখক। তাঁদের কেউ-বা ছিলেন বিজ্ঞানসাধক, কেউ-বা রাষ্ট্রনৈতিক মতাদর্শের ব্যাখ্যাকার। কেউ-বা সাহিত্যসমালোচক, কেউ-বা সাংবাদিক। কেউ-বা অর্থনীতিবিদ, কেউ-বা শিল্পকলার বিশ্লেষক। কেউ-বা পল্লীসংগঠক, কেউ-বা সংগীতশাস্ত্রে পারদ্রষ্টা। কেউ-বা ঐতিহাসিক, কেউ-বা নৃবিজ্ঞানী। কেউ-বা চিকিৎসাশাস্ত্রী, কেউ-বা দর্শনশাস্ত্রের অধ্যাপক। প্রফুল্লচন্দ্র রায়, বিধুশেখর শাস্ত্রী, রাজশেখর বসু, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অতুলচন্দ্র গুপ্ত, কুদরত এ খুদা, নন্দলাল বসু, প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, নির্মলকুমার বসু, গিরীন্দ্রশেখর বসু, নীহাররঞ্জন রায়, জীবনানন্দ দাশ, চারুচন্দ্র ভট্টাচার্য, ক্ষিতিমোহন সেন, বিমানবিহারী মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত, আবু সয়ীদ আইয়ুব—শুধু নামের তালিকায় নজর রাখলেই চোখ ধাঁধিয়ে যায় আমাদের। এঁরা প্রত্যেকেই ছিলেন ‘দেশ’ পত্রিকার লেখক। এই পত্রিকাটিকেই এঁরা এঁদের ভাবনাপ্রকাশের একটি প্রধান মাধ্যম হিসেবে বরণ করেছিলেন। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, দেশের হরেক সমস্যা সম্পর্কে এঁদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত এঁরা ‘দেশ’ পত্রিকাতেই প্রকাশ করে গিয়েছেন। সর্বোপরি ছিলেন রবীন্দ্রনাথ। অনেকেই হয়তো জানেন না যে, রবীন্দ্রনাথ তাঁর মৃত্যুর মাত্র দু’বছর আগে সুভাষচন্দ্র সম্পর্কে ‘দেশ-নায়ক’ নামে যে নিবন্ধটি রচনা করেছিলেন, এবং রবীন্দ্রনাথের জীবদ্দশায় যে-নিবন্ধ ‘প্রচার করা হয় নাই’, ১৩৫৩ সালে সেটিও সর্বপ্রথম প্রকাশিত হয় এই ‘দেশ’-পত্রিকাতেই। জন্মলগ্নে একটি সংকল্প উচ্চারণ করেছিল ‘দেশ’ পত্রিকা। জানিয়েছিল, ‘দেশ’ ‘বিশেষভাবে হইবে জনসাধারণের কাগজ। নিপীড়িত, দীন দরিদ্রের দৃষ্টি দিয়া, আমরা দেশের সমস্যাগুলিকে দেখিব। দেশের যাহারা অধিকাংশ, যাহারা জাতির মেরুদণ্ড, তাহারা যাহাতে বাঙ্গলা ভাষার মধ্য দিয়া বর্তমান জগতের পরিচয় পায়, আমরা সেদিকে বিশেষ লক্ষ্য রাখিব’। সুদীর্ঘ পঞ্চাশ বছরে যে অজস্র প্রবন্ধ প্রকাশিত হয়েছে ‘দেশ’ পত্রিকায়, তারই থেকে পঞ্চাশটি রচনা নির্বাচন করে নিয়ে প্রকাশ করা হল এই সংকলন। এবং এটি পাঠ করে নিঃসংশয় হওয়া যায় যে, ‘দেশ’ তার সংকল্প রক্ষায় কখনও কোনো শৈথিল্য দেখায়নি। স্বদেশ ও পৃথিবীর একটি নির্ভরযোগ্য পরিচয় এই প্রবন্ধমালার ভিতর দিয়ে ফুটে উঠেছে। সেইসঙ্গে ফুটেছে বাঙালি মনীষার নির্ভরযোগ্য একটি পরিচয়।