কথার ভেতর দিয়ে সৃজনশীল মানুষকে জানার কৌতূহল আমার দীর্ঘদিনের। যার আনুষ্ঠানিক নাম সাক্ষাৎকার । এমন সাক্ষাৎকার যেখানে কথা হবে নানা মাত্রায়, বিস্তারে। কথা হবে উপরিতল ছাড়িয়ে গভীরে, কথা হবে দূরগামী। তেমন কিছু সাক্ষাৎকার একসময় নিয়েছিলাম আমার পছন্দের কিছু সৃজনশীল মানুষের। সেই সঙ্গে অনুবাদ করেছিলাম শিল্প-সাহিত্য, রাজনীতির আন্তর্জাতিক খ্যাতিমান নানা ব্যক্তিত্বের আলােচিত সাক্ষাৎকার। সেগুলাে গ্রন্থিত হয়েছে আমার কথা পরম্পরা' বইয়ে। এরপর আমি নিজে সক্রিয় হয়ে উঠেছি সৃজনশীল সাহিত্য চর্চায়। দু'দশকের উপর ধরে সাহিত্যচর্চা করছি। গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা মিলিয়ে কথাসাহিত্যের নানা শাখায় বই প্রকাশ করেছি। কেউ আগ্রহী হয়েছেন আমার লেখালেখি, ভাবনা ইত্যাদি বিষয়ে আলাপচারিতায়। এবার আমি সাক্ষাৎকারগ্রহীতা নই উপস্থিত হয়েছি সাক্ষাৎকারদাতা হিসেবে। সেইসব সাক্ষাৎকারে কথার ভেতর দিয়ে যেমন নিজেকে জানাবার সুযােগ পেয়েছি তেমনি কথা বলতে বলতে নিজেও নতুন করে জেনেছি নিজেকে। এই বইয়ে সংকলিত হয়েছে। সাহিত্যামােদী তেমন কয়জনের সঙ্গে আমার কথপােকথন। যেখানে সাহিত্য, রাজনীতি, জীবন নিয়ে কথা হয়েছে নানা মাত্রায়, বিস্তারে। যেখানে কথা হয়েছে দূরগামী।