চোখ নিয়ে আমরা ভাবতে শুরু করি তখনই যখন আমরা নিজেরা চোখের কোনও সমস্যায় পড়ি। ছানিই হোক বা রেটিনাল ডিটাচমেন্ট, কনজাংটিভাইটিস কিংবা চোখ থেকে জল পড়া- চোখের ছোট-বড় যে কোনও রোগই সঠিক সময়ে চিকিৎসা না পেলে জটিল আকার নিতে পারে। অনেক সময় চোখের ভিতর নিঃশব্দে কোনও রোগ বাসা বাঁধে। তার জন্য ব্যথা, ফোলা, লাল হওয়া— কোনও লক্ষণই থাকে না। কিন্তু দৃষ্টিশক্তি অনেকখানি নষ্ট হয়ে গেলে তবে লোকে ডাক্তারের কাছে যায়। অথচ সামান্য একটু সচেতনতা আমাদের অনেক অবধারিত অন্ধত্ব থেকে বাঁচাতে পারে। ‘চোখের কথা’-য় খুব সহজভাবে আলোচনা করা হয়েছে সেই সমস্যাগুলি। চোখের নানা রোগ ও চিকিৎসা, উপসর্গ ও উপশম জানানো হয়েছে। মাথাব্যথা, চোখ লাল হওয়া, বার্ধক্যে বা ডায়াবেটিসের কারণে চোখের অসুখ, সবকিছুই আলোচিত হয়েছে এই বইতে। সঙ্গে আছে বিভিন্ন চক্ষু-চিকিৎসাকেন্দ্রের হদিশ। এ ছাড়া চোখ সারাবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সঙ্গেও কিছু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।