ক্যানসার এই চারটি শব্দের মধ্যে যেন লুকিয়ে রয়েছে প্রতিকারহীন এক সর্বনাশের ইঙ্গিত! এ এমন এক ব্যাধি যা শুধু ব্যক্তি-মানুষকেই নয়, সমগ্র সমাজকেই ভিতর থেকে করেছে আক্রান্ত। অসহায় আক্রোশে নিস্ফল প্রতিবাদে নিষ্ঠুর নিয়তির হাতে আত্মসমর্পণ হয়ে পড়েছে অবধারিত। সঞ্জীব চট্টোপাধ্যায় এমনই একটি বিষয়বস্তুকে বেছে নিয়েছেন তাঁর নতুন উপন্যাসে। এ কাহিনীর নায়ক শঙ্কর সৎ, অসচ্ছল, মধ্যবিত্ত এক যুবক। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল অর্থের সন্ধানে। সম্পন্ন আত্মীয়স্বজন থেকে শুরু করে পুরনো বন্ধুবান্ধবদের যেমন আবিষ্কার করল সে, তেমনই তার অভিজ্ঞতার পৃথিবীতে যুক্ত হল অনেক নতুন মুখ, বহু নতুনতর মূল্যবোধ। কুখ্যাত পল্লীর বাসিন্দাদের যেমন, তেমনই অভিজাত ফ্ল্যাটবাড়ির লোকেদেরও চিনল সে। বন্ধুত্ব, প্রেম, সতীত্ব, নিষ্ঠুরতা, পাশবিকতা, প্রতিশোধ—যাবতীয় চলতি ধারণাগুলো নতুন আলোয়কীভাবে প্রতিফলিত হল তার চোখের সামনে—তাই নিয়ে আদ্যন্ত উৎকণ্ঠা মেশানো এক সজীব কাহিনী রচনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। নতুন স্বাদের এই কাহিনী নতুন প্রতিভায় চিহ্নিত করবে হাসির গল্পের অনন্য এই লেখককে।