‘কিশোর ছড়া কবিতার রূপ-অরূপ’ নামের গ্রন্থটি প্রতিশ্রুতিশীল তরুণ গবেষক হাসানরাউফুনের শ্রমসাধ্য অনুসন্ধানের পরিণত দলিল। বাংলাদেশে কবিতা নিয়ে গবেষণা-বিশ্লেষণ-সমালোচনা হলেও ছড়া বা কিশোর কবিতার ক্ষেত্রে তার ঘাটতি পরিলক্ষিত। আমাদের বিশাল শিশুসাহিত্য নিয়েই তেমন কোনো গবেষণা হয়নি। শশুসাহিত্যের অন্তর্গত ছড়া-বিশেষের বিষয়-প্রকরণ গবেষণা কম হওয়াটাই স্বাভাবিক। আমাদের সাহিত্য নিয়ে যাঁরা বিভিন্ন সময়ে গবেষণা করেছেন, অন্তত বিশ্লেষণাত্মক নিবন্ধ রচনা করেছেন তাঁদের মধ্যে আতোয়ার রহমানের নামই সর্বাগ্রে উর্লেখ করতে হয়। তিনি একাধিক গ্রন্থে ও প্রবন্ধে ছড়াসাহিত্যের সমালোচনা প্রকাশ করেছেন। এছাড়া হায়াৎ মামুদ, প্রণব চৌধুরী, লুৎফর রহমান রিটন, শাহাবুদ্দীন নাগরী, ফারুক নওয়াজ, সুজন বড়ুয়া, আমীরুল ইসলাম, ইলতুত আলীদ, আহমদ মাযহার, রাশেদ রউফ, সন্দীপন মল্লিক, তপন বাগচী, রণদীপম বসু, জুলফিকার শাহাদৎ প্রমুখ লেখক ছড়াসাহিত্য নিয়ে নানামুখী আলোচনা করেছেন। শিশুসাহিত্য নিয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গবেষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড মনিরা কায়েস এবং বাংলা একাডেমীর ফেলোশিপপ্রাপ্ত সাইফুল ইসলাম। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যায়ে বাংলাদেশের ছড়াসাহিত্য নিয়ে এম.ফিল পর্যায়ে গবেষণা করছেন করছেন উম্মে সালমা অনন্যা। এঁদের গবেষণাকর্ম গ্রন্থিত হলে বাংলাদেশের ছড়াসাহিত্যের উজ্জ্বলতা সম্পর্কে ধারণা নেয়া যেত।