“এই সংকলনে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির বিভিন্ন দিকের বিস্তারিত বিবরণ আছে। ... এ সময় নির্বাচনই হয়ে দাঁড়িয়েছিল জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে ও সংবাদ পত্রে সব থেকে বেশী আলোচিত বিষয়। ... ২০১৮ সালের অগাষ্টের শেষ দিকে সিলেটের মেয়র নির্বাচনে বিএনপির কাছে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় থেকে আওয়ামী লীগের বিপদ ভালভাবেই বোঝা গিয়েছিল। কাজেই আওয়ামী লীগ কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জয়লাভের বিন্দুমাত্র সম্ভাবনা না দেখে সমগ্র নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করে ভুয়া নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর হয়েছিল। এ ছাড়া তাদের টিকে থাকার অন্য উপায় ছিল না। ... জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ব্যবস্থা কার্যত উচ্ছেদ করেছে তাতে কোন ধরনের নির্বাচনের মাধ্যমে তাদের শাসন উচ্ছেদ করা সম্ভব নয়। তবে আওয়ামী লীগের শাসন অবশ্যই উচ্ছেদ হবে, যেভাবে ১৯৬৯ সালে আইউব খানের শাসন এবং ১৯৯০ সালে এরশাদের শাসন উচ্ছেদ হয়েছিল।