মনােবিজ্ঞানের বিকাশের ইতিহাসটি অত্যন্ত জটিল; বিজ্ঞান, দর্শন ও শারীরতত্ত্ব এই তিনটি পৃথক জ্ঞানের বিকাশ তাকে প্রভাবিত ও পরিচালিত করেছে বলে বিজ্ঞানের খুব কম শাখাতেই এত বিচিত্র ও পরস্পরবিরােধী ঘরানার অস্তিত্ব পাওয়া যায়। এই ধারাগুলো মৌলিকভাবেই ভিন্ন কতগুলাে সিদ্ধান্ত ও পরীক্ষার ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এই বিষয়ে পাঠকের উৎসাহের অভাব না থাকলেও যােগ্য আলােচনার। ঘাটতি বরাবরই ছিল। সামাজিক চেতনার মনস্তত্ত্ব সেই শূন্যতা পূরণে একটি গুরুত্বপূর্ণ অর্জন। মানবদেহ ও স্নায়ুতন্ত্রের বৈজ্ঞানিক আলােচনা থেকে শুরু করে। ব্যক্তির চেতনার গঠন কোন শর্তাধীনে হয় এবং শেষ পর্যন্ত সামাজিক যৌথচেতনার। বহিঃপ্রকাশের নিয়ামকগুলাে কিভাবে কাজ করে তা নিয়ে তিনি আলোচনা করেছেন। এই আলোচনা করতে গিয়ে পাঠকের সামনে তুলে ধরতে হয়েছে আচরণবাদ, জ্ঞানবাদ, জৈবমনস্তাত্তিক ধারা, মনােবিজ্ঞানের ঐতিহাসিক দার্শনিক পটভূমি, দ্বান্দ্বিক বস্তুবাদী ধারার বিস্তারিত পর্যালােচনা।