আবহমান বাংলার লোকয়ত ধারার ঐতিহ্য আর জনজীবনের চালচিত্র যার সৃষ্টিকর্মে বাঙময় তিনি বাউল কবি, জনগনের চারণ শাহ আবদুল করিম। গ্রাম বাংলার প্রান্তরে প্রান্তরে তাঁর উদাত্ত কন্ঠের সুর মাধুর্য ছড়িয়ে আছে। লোকচক্ষুর আড়ালে যেখানে অন্ধকার জমেছে , সেই জনপদে এই বাউল কবি ঘুম জাগানিয়া গান গেয়ে ভেদ করেন স্তব্ধতা , শানিত করেন জনগনের সংগ্রামশীল চেতনাকে। গণজাগরনের এই গণশিল্পী এক্ষেত্রে পালন করেছেন পথিকৃৎ-এর ভূমিকা। এদেশের সংকটে -সংগ্রামে তাঁর গান ,তাঁর কবিতা তাই অনুপ্রেরণার উৎস। জন্মাবধি মাটির প্রতি তাঁর প্রাণের টান : তিনি মিশে আছেন গ্রামবাংলার জনতার ভীড়ে ,মেলায় উৎসবে । জনগণের এই চারণ কবি বিশ্বাস করেন একদিন এদেশের গরিব জনতা বিজয় ছিনিয়ে আনবেই;তখন উৎসবে -উৎসবে মুখরিত হবে বাংলার অবারিত প্রান্তর ।এই গন্থে শাহ আবদুল করিমের প্রকাশিত গান এবং সেই সঙ্গে তাঁর জীবন, দর্শন ও সংগীত সম্পর্কে বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে। সব মিলিয়ে ‘শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ’ শাহ আবদুল করিমকে জানতে ও বাংলার বাউলচর্চার স্বরুপ বুঝতে সহায়ক হবে।