বিভিন্ন দেবদেবীর মূর্তি তাঁদের নির্জীব প্রতিভূমাত্র নয়। এঁদের প্রত্যেকের উৎপত্তি ও ক্রমবিকাশের মূলে আছে নানা বিশ্বাস ও ভাবনার বিবর্তন এবং সমন্বয়। প্রতিমা তাই ইতিহাসের মুকুর।এই অভিনব দৃষ্টিভঙ্গি থেকে এ-গ্রন্থে বিচার করা হয়েছে শক্তির দেবী মহিষাসুরমর্দিনী, কালী ও শক্তির দেব কার্তিকেয়কে। করা হয়েছে ভারতীয় উপমহাদেশে এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির প্রভাবাধীন মধ্য এশিয়ায় এই দেব-দেবী সম্পর্কিত ভাবনার আলোচনাও।শক্তির প্রাধান্য জীবনের সর্বত্র। ধর্ম মানুষের সৃষ্টি—জীবনের রহস্য অনুধাবন ও জীবনযাত্রার সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য। সুতরাং ধর্মাশ্রিত সমাজে শক্তি-সম্পর্কিত চিন্তা স্বাভাবিক। তিন দেব-দেবী সম্পর্কিত এই চিন্তা কীভাবে প্রতিমায় রূপান্তরিত হয়েছে এ-গ্রন্থে তারও আলোচনা।বহু নতুন তথ্যে ও চিন্তায় সমৃদ্ধ, তথ্য ও তত্ত্ব অনুধাবনের সহায়ক চিত্ররাজিতে সুশোভিত এই গ্রন্থে প্রতিমাবিজ্ঞানের কিছু মূল সূত্রেরও সন্ধান। ধর্মীয় ও সামাজিক ইতিহাস-গ্রন্থের মিছিলে এ বই বিশিষ্ট এক সংযোজন।