কর্মসূত্রে অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে একান্ত নিকট থেকে রোহিঙ্গা সমস্যার নানাদিক দেখা সুযোগ আমার হয়েছে। বেশ ক'বার মিয়ানমার সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে নানাবিধ আলোচনায় অংশ নেই। মিয়ানমার বাহিনীর ধ্বংসযজ্ঞ সরেজমিন পরিদর্শন করি। মিয়ানমারের মংডু এলাকা পরিদর্শন করে ক্যাম্প, আশ্রয় কেন্দ্র, শেল্টার ও তাদের পুড়িয়ে দেওয়া বাড়ি ঘরের ধ্বংসাবশেষ দেখি।
পাহাড় থেকে নেমে আশা বাঁধ ভাঙা ঢলের মতো অগণিত রোহিঙ্গা নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুর এমন গন্তব্যহীন মিছিলের ছবি আমি ভুলে থাকতে পারবো না। ভীতসন্ত্রস্ত সারি সারি মানুষের দীর্ঘ পথের এমন করুন অনেক দৃশ্য আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের সময় দেখেছিলেন। কেবল প্রাণের ভয়ে নিজ জন্মভূমি, বাস্তুভিটা, সহায়-সম্পদ সবকিছুর ময় ত্যাগ করে উদ্বাস্তু মানুষের অনিশ্চিত যাত্রা কোনো স্বাভাবিক ঘটনা নয়। "রোহিনা রাষ্ট্র সন্ধানী জাতি" সেই অভিজ্ঞতা ও অনুভূতির ফসল। - লেখক