শম্ভু মিত্র রচনাসমগ্র-র প্রথম খণ্ডটি প্রকাশিত হয়েছিল ২০১৪-র জানুয়ারি মাসে। সেই খণ্ডে আমরা সংগ্রহ করেছিলাম ১৯৪২ থেকে ১৯৬২ পর্যন্ত সময়সীমায় তাঁর রচিত প্রবন্ধ, গল্প ও নাটক। শুধু নাটকই নয়, তাঁর প্রযোজিত রবীন্দ্ৰনাটকের মঞ্চায়নের রূপ। ১৯৬২ পর্যন্ত পৌঁছে আমরা কথা দিয়েছিলাম ১৯৬২ থেকেই শুরু হবে আমাদের পরবর্তী খণ্ডের পথ চলা। ২০১৬-তে প্রকাশিত এই দ্বিতীয় খণ্ডে আমাদের সময়সীমা ১৯৬২ থেকে ১৯৭২। এই সময়ের মধ্যে তাঁর রচিত, অনূদিত নাটক বা নাট্যপাঠ স্থান পেয়েছে এই খণ্ডে। এ সময়ে রচিত তাঁর প্রবন্ধ-র সংখ্যা এত বেশি যে দশ বছরের বেশি এগোনো যায়নি। থেমে যেতে হয়েছে ১৯৭২-এ। তাঁর সমস্ত রচনাই কালানুক্রমে সাজানো। মনে হয়েছিল তাঁর চিন্তা-ভাবনার ক্রমবিবর্তন হয়তো কৌতূহলী শিক্ষার্থীর চোখে ধরা পড়তে পারে। তাঁর রচনা, নাটকচয়ন এবং সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত বিবেচনা করলে এই নাট্যশিল্পীর নাট্যকে গুরুত্ব দেওয়ার স্বার্থে জীবনের সঙ্গে লড়াইয়ের একরকম চেহারা হয়তো ধরা পড়বে। অনুসন্ধানে মনে হয়েছে ১৯৬২ সালটি খুব গুরুত্বপূর্ণ একটি বছর তাঁর জীবনে। তার আগের এবং পরের লেখাগুলি তুলনা করলে সে আভাস পাওয়া যেতে পারে। আরও একটি খণ্ড প্রকাশের পরিকল্পনা রইল আমাদের যাতে অনেক মূল্যবান রচনা সংকলিত করতে পারব বলে আমাদের বিশ্বাস।