অষ্টম খণ্ড : মুক্তিযুদ্ধ। মুনতাসীর মামুন রচনাবলির অষ্টম খণ্ডের ভিত্তি মুক্তিযুদ্ধ। এ খণ্ডে দুটি গ্রন্থ। একটি মুক্তিযুদ্ধের ১৩ নম্বর সেক্টর’, অন্যটি কবির অনশন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। বিভিন্ন দেশের নানা শ্রেণিপেশার মানুষ মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। কেউ মানবিক কারণে, কেউ নিপীড়িত জনগােষ্ঠীর অধিকার রক্ষায়, কেউ জনসমাজের ওপর অত্যাচার বন্ধের জন্য। মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা ছিল নানামুখী। প্রবাসী বাঙালিদের ভূমিকাও ছিল উজ্জ্বল। অথচ সেই অবদান ও সাহায্যের ইতিহাস বিশেষভাবে রচিত হয়নি। স্ব স্ব অবস্থানে থেকে কী ভূমিকা গ্রহণ করেছিলেন তারা পৃথক পৃথক নিবন্ধে। তারই নিখুঁত বর্ণনা উঠে এসেছে এই গ্রন্থে। ‘কবির অনশন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ গ্রন্থটি মুক্তিযুদ্ধবিষয়ক ৯টি প্রবন্ধের সংকলন। এ গ্রন্থে মুক্তিযুদ্ধে অবদান থাকা সত্ত্বেও উপেক্ষিত নানা দিকের ওপর আলাে ফেলেছেন মুনতাসীর মামুন। ৭ মার্চের ভাষণ, বীরাঙ্গনা, যুদ্ধশিশুদের দত্তক আইন ইত্যাদি বিষয় ঐতিহাসিক হিসেবে ইতিহাসের কৌণিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণে তুলে ধরেছেন। দেশের ইতিহাস-ঐতিহ্য জানতে হলে ইতিহাস পাঠ যেমন বাধ্যতামূলক তেমনই মুক্তিযুদ্ধের নানা অজানা তথ্য জানতে হলে পাঠ করুন মুনতাসীর মামুন রচনাবলি অষ্টম খণ্ড।