মানব সভ্যতার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ (স.)। তাঁর ওফাতের পর মুসলিম জাহানের চারজন খলিফা ছিলেন। তাঁরা হলেন : হজরত আবুবকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী। এই চারজন খলিফাকে বলা হয় ‘খোলাফায়ে রাশেদীন’ বা ‘শিষ্টাচারী খলিফা চতুষ্টয়’। এই খলিফা চতুষ্টয়ের জীবন দর্শন সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে না পারলে তাঁদের উপর হজরত মোহাম্মদ (স.)-এর জীবন দর্শনের প্রভাব কতখানি তা বোঝা যাবে না। শুধু তা-ই নয়, খলিফা চতুষ্টয়ের আদর্শের সাথে হজরত মোহাম্মদ (স.)-এর জীবনাদর্শের এতই মিল যে, এই পাঁচজনের শিক্ষাকে একত্রে অনুধাবন করা গেলে মুসলিম অমুসলিম নির্বিশেষে ইসলাম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় বাঙ্লা উন্নয়ন বোর্ড ১৯৬৪ সালে প্রত্যেক খলিফার উপর বই লেখার উদ্যোগ গ্রহণ করে। তারই ফসল বাংলাভাষায় রচিত মহানবীসহ খোলাফায়ে রাশেদীন বা চার খলিফার জীবনী।