বাংলাদেশের রাজনীতিকে ঘিরে এর শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস, মূলধারার বুদ্ধিজীবীদের বক্তব্য ও অবস্থান, দেশের রাজনীতি ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী বৃহৎ পুঁজির ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে চিন্তাভাবনার ফসল হিসেবে রচিত কিছু নিবন্ধের সংকলন এই বইটি ˗ ‘বৃহৎ পুঁজি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি’। এতে রয়েছে ‘বাংলাদেশে ইতিহাস-চর্চা ও যুদ্ধাপরাধের বিচার’, ‘মঈদুল হাসানের উপধারা একাত্তর’, ‘ভারতবর্ষে সাম্প্রদায়িকতা ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু পরিস্থিতি’, ‘তিস্তার পানি কোথায় গেল?’, ‘এশিয়া এনার্জির পক্ষে এশিয়াটিকের তৎপরতা’, ‘নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং সিপিবি’র বিবৃতি’, ‘পারমাণবিক ভয়াবহতার কবলে বাংলাদেশ’, ‘বাংলাদেশে সংস্কৃতি-চর্চার চিত্র’, ‘নারী দিবস-ভাবনা’ ইত্যাদি লেখা। বিষয়বস্তু হিসেবে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের রাজনীতি, শিল্প, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা, ইতিহাস যেখানে এ দেশের অর্থনীতি, রাজনীতি, ভূ-প্রকৃতি, পরিবেশ, জনস্বাস্থ্যের ওপর বিদেশি বৃহৎ পুঁজির পরিচালিত বিভিন্ন কার্যক্রমের প্রভাবসহ অন্যান্য বিষয় পর্যালোচনার চেষ্টা করা হয়েছে।