মূলত ৮-১৭ বছরের কোমলমতি শিশু-কিশোর পাঠকদের জন্য বর্তমান সংকলনের গল্পগুলো রচিত। এই গ্রন্থের গল্পসমূহ পূর্বে অন্য সংকলনে কিংবা পত্রিকায় প্রকাশ পেয়েছিল। এরই মধ্যে গল্পগুলো সম্পর্কে অনেক শিশু-কিশোর উচ্ছ্বাসও জানিয়েছে লেখককে। গল্পগুলোর শিরোনামসহ বেশকিছু ক্ষেত্রে সংস্কার করে এ বই প্রকাশ হলো। গতানুগতিক কিশোর গল্প থেকে সংকলিত এ গল্পগুলোর রস-নিবিড়তা, অকৃত্রিম প্রাণবন্ত ভঙ্গি ছোট-বড় সকলের হৃদয়-গোচর হবে বলে মনে করা যায়। জীবনের প্রতি যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পরোক্ষ হিতোপদেশ গল্পগুলোতে প্রতিফলিত তা কিশোরদের মানসিক গঠনেও সহায়ক হতে পারে। গল্পসমূহের বিষয়বস্তু ও প্রেক্ষাপটে যেমন আছে বৈচিত্র্য তেমনি প্রধান চরিত্রগুলো আলাদা বয়সের বলে কাহিনির ব্যঞ্জনাও নানা রকম। শিশু-কিশোররা যখন বই থেকে মুখ ফিরিয়ে টিভি কম্পিউটার আর মোবাইলে আসক্ত, তখন বাংলার মাটি-মানুষ-প্রকৃতির অকৃত্রিম প্রতিচ্ছবি ও সৌরভ সম্বলিত বিজ্ঞানী মুসা ও কল্প-পৃথিবীর স্বপ্ন বাংলা কিশোরগল্পের ভাণ্ডারে নিঃসন্দেহে হতে পারে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।