ইতিহাস সাক্ষি, ইসলামি এমন কিছু মহান ব্যক্তি জন্ম নিয়েছেন, যারা সর্বপ্রকার পরীক্ষার সামনে নিজেদের সঁপে দিয়েছেন। আল্লাহর রাস্তায় কঠিন থেকে কঠিন কষ্ট সহ্য করেছেন এবং আল্লাহ তাআলা তাদের কুরবানী কবুল করে নিয়েছেন। গ্রন্থটিতে এ ধরনের দু’একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। ইতিহাসের পাতায় পাতায় এ ধরনের অসংখ্য ঘটনা বর্ণিত রয়েছে। এমনকি আমাদের চারপাশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরীক্ষার এই মুহূর্তগুলো একদিকে যেমন অতীত পরিবর্তন করে ভবিষ্যতের জন্য আলোর মশাল গ্রহণের মাধ্যম হয়, অপরদিকে কুফরের মন্দাচারি থেকে কল্যাণের ঝর্ণাও প্রাবাহিত হয়। যখন থেকে বাচ্চা দু’টির সাথে আমার পরিচয় হয়েছে, আমি তাদের মধ্যে এক ব্যতিক্রমী ইমান ও তাকওয়া অবলোকন করেছি। আমি সর্বদাই তাদের চোখে আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্ব লক্ষ্য করেছি। সর্বদাই তাদের অন্তর আল্লাহ তাআলার মহব্বত ও ভয়ে কম্পমান পেয়েছি। ইনশাআল্লাহ বক্ষ্যমাণ গ্রন্থটি অসংখ্য লোকের জন্য পথপ্রদর্শক প্রমাণিত হবে এবং নিশ্চয়ই হেদায়াতের পথে চলমান এই বাচ্চা দু’টির ঘটনা বারংবার ঘটতে থাকবে। আমিন।