চারশ বছরের প্রাচীন গ্যালিলিও গ্যালিলেই প্রতিপক্ষ হয়ে ওঠেন গ্যালিলিও বিশ্বাসের। মৃত্যুকে ছুঁয়ে আসা সফল শিল্পপতি বীতশোক মিত্র নিজের আত্মজীবনী রচনায় ধুপছায়ার সামনে বারবার ধন্ধে পড়ে যান অতীতের গর্ভে লুকিয়ে রাখা সরল সত্যিকে প্রকাশ্য অক্ষরে ফোটাতে। পাঞ্চালী আর ধুপছায়া বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে শ্যামশ্রীকে নিয়ে জড়িয়ে পড়ে, দুই অনাথ যমজ শিশুর ভবিষ্যতের জন্য অঞ্জলি মেহেতা বা ইন্দিরা মিত্রর মতো অসম প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অন্যস্বাদের উপন্যাস ‘প্রতিপক্ষ’।
মধুচন্দ্রিমায় গিয়ে দিওতিমার জীবনের মোড় ঘুরে যায় চিরাগের খুনে। কিন্তু চিরাগের রহস্যর সূত্র কি অনেক আগেই দিয়ে গিয়েছিল পোষ্য কিটি ক্যাট? চিরঞ্জীবীর মনে কি নিজেরই আস্থা ছিল বন্ধুত্বের সম্পর্কে? কীভাবে এক রাত্রে সাব-ইন্সপেক্টর রাঘবন অসুস্থ অনন্যা বাগচীর সাহায্যে খুনের রহস্যভেদ থেকে মনের অনেক রহস্যর উন্মোচন করে ফেলল? এইসব প্রশ্নেরই গভীর অনুসন্ধানে ঋদ্ধ আখ্যান ‘অন্বেষণ’।