খ্যাতিমান সাহিত্যিক-সাংবাদিক খুশবন্ত সিং ২০১৪ সালে ৯৯ বছর বয়সে মারা যান। ট্রেন টু পাকিস্তান, দিল্লি, দ্য কম্প্যানি অফ ওম্যান,' এর মতাে উপন্যাস, ‘অ্যা হিষ্টরি অফ দ্য শিখস, এর মতাে ইতিহাস গ্রন্থ এবং টুথ লাভ অ্যান্ড অ্যা লিটল ম্যালিস’-এর মতাে একটি আত্মজীবনী একজন লেখককে পাঠকের মাঝে অমরত্ব লাভের জন্য যথেষ্ট। তিনি তাঁর সর্বশেষ উপন্যাস 'দ্য সানসেট কাব’ লিখেন ৯৬ বছর বয়সে। তার ছােটগল্প সংখ্যাও একেবারে কম নয়। এসব গল্প বিভিন্ন নামে সংকলিত হয়েছে, যার একটি ‘প্যারাডাইজ অ্যান্ড আদার ষ্টোরিজ’। এতে পাঁচটি ছােটগল্প স্থান পেয়েছে। গল্পগুলাের বিশেষত্ব হলাে অন্ধত্ব ও কুসংস্কারে বিশ্বাস। মানুষকে কেমন যুক্তিহীনভাবে পরিচালিত করে তা তুলে ধরা। এসবে আস্থা রেখে এমনকি শিক্ষিত মানুষও নিজেরা প্রতারিত হন এবং অন্যদের সাথে প্রতারণা করেন। ফলে বিশ্বাসের উৎসগুলাে হয়ে উঠে বিতর্কিত। আমরা অলৌকিকত্বে কেন বিশ্বাস করি? হস্তরেখা বিচার করে কারাে পক্ষে কি উপযুক্ত স্ত্রী নির্বাচন করা সম্ভব? সদ্য বিবাহিত দম্পতির যৌন মিলনের ক্ষেত্রে কামসূত্রের কামাসন কতটা মােক্ষম বা প্রযােজ্য? খুশবন্ত সিং তাঁর সহজাত সরস বর্ণনায় মানুষের প্রাত্যহিক জীবনকে নিপূণতার সাথে ও বৈচিত্রপূর্ণভাবে তুলে ধরার মাধ্যমে পাঠককে আনন্দ দিতে ভুল করেননি। তিনি জানতেন, কিভাবে পাঠককে ধরে রাখতে হবে এবং তার কোনাে লেখা পড়তে শুরু করলে পাঠকের পক্ষে শেষ না করে উঠা কঠিন। নালন্দা প্রকাশনী ‘প্যারাডাইজ অ্যান্ড আদার ষ্টোরিজ’ পুনঃপ্রকাশ করে খুশবন্ত সিং-এর মানােত্তীর্ণ কয়েকটি ছােটগল্প পাঠকের হাতে তুলে দিচ্ছে, যা তাদের মনােজগতকে কুসংস্কার মুক্ত রাখতে সহায়তা করবে।