তিনটি শিশু খেলছিল বেশ পুতুল-পুতুল বিয়ে
অজানা এক শক্তি গেল এক শিশুকে নিয়ে।
সেই শিশুকে পাওয়া গেল নির্জন পুকুরজলে
এ দ্বীপ থেকে ভয়ে মানুষ পালায় দলে দলে।
বেশ কিছুদিন দ্বীপটা ছিল পুরোপুরি ফাঁকা
মরাডালে হুতুম পেঁচা, কাক যে ডাকে কা কা।
দিনের বেলাও গুমোট আঁধার কী যেন কী ডাকে!
সেই শিশুটি ভাঙা গলায় ডাকছে যেন মাকে।
জুলি যাজক যায় তপস্যায় এ দ্বীপটাকে জয়ে
মেক্সিকোর ওই নির্জন দ্বীপে দুঃস্বপ্ন ও ভয়ে...
হঠাৎ যেন জুলিয়ানের বুকটা ওঠে কেঁপে
মধ্যরাতে একটি আত্মা শব্দ করে ক্ষেপে।
মরা শিশুর আত্মা নাকি পুতুল চাইতে আসে
গুমরে কাঁদে আবার নাকি খিলখিলিয়ে হাসে।
জুলিয়ানের কাছে খোঁড়া পুতুল দাবি করে
জুলি যাজক সেই উদ্দেশ্যে ফিরে আসে ঘরে।
সবার কাছে চায় পুতুল সে বাড়ি বাড়ি গিয়ে
হাত কাটা আর পা কাটা সব পুতুল আসে নিয়ে।
সবজি বেচার অর্থ দিয়েও আনত পুতুল কিনে
পুতুল দিয়ে এ দ্বীপ সাজায় রাতে এবং দিনে।
তখন থেকেই নামকরণ হয় পুতুলের দ্বীপ নামে
ভ‚তের মতো ওসব পুতুল দেখলে মানুষ ঘামে।
পুতুলগুলো বেঁধে রাখে গাছের ডালে ডালে
কানা-খোঁড়া কিছু পুতুল ঝুলে থাকে জালে।