প্রাকৃতিক ঘটনাবলি এবং অন্যদিকে যা কিছু আমাদের চারপাশে রােজ ঘটে চলেছে, সেগুলাে আমাদের এতই পরিচিত হয়ে ওঠে যে তাদের অন্তর্নিহিত রহস্যটাই যায় হারিয়ে। দেখে আমরা ভাবি, এমনটাই তাে হওয়ার কথা, অবাক হই না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেসবের মধ্যে অনেক মজাদার রহস্য ও সমস্যা লুকিয়ে থাকে। সেগুলাে চিনে বের করে তার উত্তর অনুসন্ধানের কাজে অনেক আনন্দ পাওয়া যায়। সচরাচর পদার্থবিদ্যাকে যেভাবে তাপ, আলােক, শব্দ ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভাগ করা হয়ে থাকে, এই বইয়ে সেই রীতি অনুসরণ করা হয়নি। আলােচিত প্রশ্নগুলাের সন্ধান কোথায় পাওয়া যায়- রান্নাঘরের আশেপাশে নাকি বাইরের প্রকৃতিতে, খেলার মাঠে, সিনেমা দেখতে গিয়ে না। বই পড়তে পড়তে- তারই ওপর নির্ভর করে ভাগগুলাে করা হয়েছে। শেষ অধ্যায়ে কিছু সমস্যা দেওয়া হয়েছে যেগুলাের, যতদূর জানা যায়, কোনাে সমাধান এখনও পাওয়া যায়নি অথবা যার সমাধান সহজসাধ্য নয়। আমরা আশা করি বইটা পড়তে সবার ভালাে লাগবে।