নানা রঙের আলো সব-মিলিয়ে যেন বহুমূল্য এক হীরকখণ্ড, যার একেকটি দিক থেকে ঠিকরে পড়ে একেক রঙের দ্যুতি।নানান চরিত্র এই উপন্যাসে। হরেক বয়সের, হরেক ধরনের। বহুবিচিত্র তাদের সমস্যা। সংসারের উপান্তে পৌঁছে কেউ গোপনে ফেলেন দীর্ঘশ্বাস, কেউ সহ্য করতে নারাজ পুত্রবধূকে, কেউ বিবাহোত্তর জীবনে আচমকা আবিষ্কার করে স্বামীর যৌন-শীতলতা, কারও ভালবাসা রূপান্তরিত হয় ভীতিতে, কেউ প্রেমের ব্যর্থতায় জীবন সম্পর্কে হারাতে চায় উৎসাহ, কেউ-বা টগবগে উদ্দামতায় প্রেমকে করে তোলে মুহূর্তের খেলা, কেউ বিক্ষত হয় অমূলক সন্দেহে, কেউ আবার অবৈধ সম্পর্ককেও মেনে নেয় শান্ত চিত্তে। এমন আরও অনেক। আর এই সব-ধরনের চরিত্র ও সমস্যাকে ভারি নিপুণ ও পরিণত হাতে নেড়েচেড়ে দেখিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সম্পর্কের জোড়গুলো কীভাবে খুলে যায় তা যেমন ফুটিয়েছেন, তেমনি একটু চেষ্টায় অনায়াসে ফের কীভাবে মেলানো সম্ভব সেই ছিন্ন জোড়গুলি— তারও ইঙ্গিত দিয়েছেন। সেখানেই এ-উপন্যাসের যথার্থ অসামান্যতা।