বাঙালির জীবনে নন্দাঘুণ্টি অভিযান একটি ঐতিহাসিক ঘটনা। উনিশশো ষাট সালের সবচেয়ে বিস্ময়কর ও আনন্দদায়ক সংবাদ। নন্দাঘুণ্টি বিজয় বাঙালির গর্ব। কয়েকজন মধ্যবিত্ত চাকুরিজীবী বাঙালি যুবক সেদিন স্বপ্ন দেখেছিল এবং একটি ইচ্ছাকে মনেপ্রাণে লালন করেছিল—যেভাবেই হোক দুরূহ দুর্গম পথ পাড়ি দিয়ে উঠতেই হবে নন্দাঘুণ্টি পর্বতশৃঙ্গে৷ মুষ্টিমেয় কিছু মানুষের আর্থিক সহায়তা, সহানুভূতি ও শুভেচ্ছা সম্বল করে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন সেই অভিযাত্রীদল। আজকের দিনে অবিশ্বাস্য সেদিনের সেই অভিযান। এই গ্রন্থে ধরা আছে সেই অভিযাত্রার অনুপুঙ্খ ইতিহাস। সাংবাদিক গৌরকিশোর ঘোষ এই অভিযাত্রীদলের সঙ্গে যুক্ত হয়েছিলেন উদ্যোগপর্বের গোড়ার দিকে। পর্বত অভিযানের কোনও অভিজ্ঞতা ছাড়াই তিনি সানন্দে গৃহীত হয়েছিলেন এই অভিযানে। তবে নন্দাঘুণ্টি অভিযানের সবটাই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ নয়। যেটুকু তিনি দেখেছেন সেসব তো আছেই, যা তিনি দেখেননি তা সংগ্রহ করেছেন অন্য সদস্যদের দিনলিপি ও চিঠিপত্র থেকে। তারপর আশ্চর্য কৌশলে মিশিয়ে দিয়েছেন চলন্ত অভিজ্ঞতার ইতিবৃত্তের সঙ্গে সহযাত্রীদের হৃদয়ের কথা। উপন্যাসোপম এই অভিযানকাহিনী পড়তে পড়তে পাঠকমাত্রেই অনুভব করবেন, তিনিও যেন ভয়ঙ্কর বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলেছেন নন্দাঘুণ্টির পথে। দীর্ঘদিন পরে পুনর্মুদ্রণে প্রকাশিত হল বাঙালির পর্বত অভিযানের সেই স্মরণীয় গৌরবগাথা।