‘দেশ’ পত্রিকার জন্মলগ্নে বাংলা কবিতার গগনে রবীন্দ্রনাথ পূর্ণগৌরবে সমাসীন। তিনি একাই একশো, তা ছাড়াও আরও কয়েক শত কবি তাঁর পদাঙ্ক অনুসরণ করে লিখে যাচ্ছিলেন। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রানুসারী কবিবৃন্দকে নিয়ে ‘দেশ’ পত্রিকার যাত্রা শুরু। তখন নজরুল ইসলামও নিজস্ব রীতির প্রতিষ্ঠা করেছেন, তাঁরও যথেষ্ট সংখ্যক অনুগামী ছিল। ‘দেশ’ পত্রিকা এইসব কবিদেরও সসম্মানে আহ্বান জানিয়েছে। এই পত্রিকায় কবিতা লিখেছেন জেলখানা থেকে রাজবন্দিরা, আবার সুদূর প্রবাস থেকেও কোনও কোনও কবি এই পত্রিকাকে অবলম্বন করেছেন। রবীন্দ্রনাথের তিরোধান ও নজরুলের লেখনী স্তব্ধ হয়ে যাওয়ার কিছু আগে থেকেই এসে পড়েন ‘আধুনিক’ কবির দল। বাংলা কবিতা এই সময়ে হয়ে পড়ে বহুমুখী। ‘দেশ’ পত্রিকার দ্বার সকলের জন্যই উন্মুক্ত। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে প্রমুখ কবিগণ এই পত্রিকায় নিয়মিত লিখেছেন। পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাঁদের সমসাময়িক কবিবৃন্দ এবং তাঁদেরও অনুজ কবিরা সকলেই নিজেদের শ্রেষ্ঠ রচনাগুলিই ‘দেশ’ পত্রিকায় দিতে চেয়েছেন।