কবিতায় এপার ওপার-এর মতো সংকলন নিয়মিত প্রকাশ খুবই সময়োপযোগী একটি উদ্যোগ বলেই আমি মনে করি-যেখানে বাংলা ভাষা-সংস্কৃতি-চলচ্চিত্রই আজ হুমকির মুখে। অন্য সংস্কৃতির দাপট এবং আগ্রাসনটাই এখানে মুখ্য কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যম আর খুদে বার্তায় ব্যবহৃত ভাষা দেখলেই সেটা বোঝা যায়। অন্যদিকে ওপার বাংলায় যাঁরা দেশভাগের সময়ে পরবাসী হয়েছেন তাঁরা অনেকেই এখন গত হয়েছেন-তাঁদের সন্তানরা বাংলাকে আঁকড়ে রাখলেও বর্তমান প্রজন্ম, অর্থাৎ তাঁদের তৃতীয় প্রজন্ম বাংলাটাকে সেকেলে ভাষা এবং একে ত্যাগ করা উচিত এটা মনে করেÑবেশ কয়েকজনের সাথে কথা বলে আমার এই উপলব্ধি হয়েছে।... বইয়ের দোকানে দেখা যায়, অন্য বইয়ের তুলনায় কবিতার বই খুব একটা বিক্রি হয় না। কবিতা ছাপতে প্রকাশক অথবা সম্পাদকদের খুব বেশি আগ্রহ আছেÑএমনটাও আমার মনে হয়নি। এইসব দিক বিচারে সাদেক সরওয়ার-এর এই উদ্যোগ আমার কাছে সাহসের চাইতে বেশি মনে হয়েছে স্পর্ধার!” হাসিবুর রেজা কলোল কবি, সাংবাদিক ও চলচ্চিত্র-পরিচালক