‘একুশ শতক ও অন্যশিক্ষার সন্ধানে’ একটি ভিন্নমাত্রার বই। এখানে আছে চারটি আলাদা বিভাগ।
‘কী এই একুশ শতকের শিক্ষা’ অংশে আছে একুশ শতকের শিক্ষার ভিত্তি, কেন সেটা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, কোথায় কোথায় আলাদা এবং কেন এটা দরকারী। মৌলিক দক্ষতা, তত্ত্ব সম্পর্কে জ্ঞান, শিক্ষাক্রম এবং পাঠ্যবইয়ের মত চিরায়ত ভাবনার জায়গায় প্রায়োগিক দক্ষতা, অনুশীলন, প্রকল্প ও ওয়েবভিত্তিক পঠনপাঠনের এক সমান্তরাল জগৎ উন্মুক্ত হয়েছে। এগুলোর সঠিক চর্চা একুশ শতকের শিক্ষার্থীকে কর্মোপযোগী করে গড়ে তোলে।
দ্বিতীয় অংশে থাকছে স্কুলের বিভিন্ন কর্মযজ্ঞে ঐতিহ্যগত ধ্যান-ধারণাকে নতুন প্রযুক্তি কীভাবে বদলে দিচ্ছে। ডিজিটাল শিক্ষা প্রকরণ যে কেবলি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনে সীমাবদ্ধ নয়, ওয়েবভিত্তিক কনটেন্টও কীভাবে শিক্ষার অনুষঙ্গ হয়ে উঠতে পারে তার নির্দেশনা আছে।
তৃতীয় অংশে থাকছে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি কখন থেকে নেওয়া উচিৎ, কীভাবে নেওয়া উচিৎ সেই সংক্রান্ত দিক নির্দেশনা।
শেষ অংশে থাকছে সমসাময়িক কালের কিছু শিক্ষা ঘটনাবলিকে আধুনিক দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করার প্রয়াস।
এই বিষয়গুলি নিঃসন্দেহে আধুনিক বাবা-মা, এবং শিক্ষকদের ভাবনার খোরাক যোগাবে।