স্বাধীনতাকামী এদেশের জনগণ ১৯৭১ সালে ইতিহাসের একটি নিষ্ঠুরতম নিপীড়নের শিকার হয় ঘৃণ্য পাকিস্তানী হানাদার সেনাবাহিনী ও তার দালাল-দোসরদের হাতে। সারা দেশে তখন চলছিল মুক্তিযুদ্ধ, যাতে সামিল হয়েছিল এদেশের জনগণ - কেউ অস্ত্র হাতে সম্মুখসমরে, কেউবা দেশের মধ্যে থেকে হানাদার বাহিনীর সঙ্গে ইস্পাতকঠিন অসহযোগীতা করে। পাকিস্তানী হানাদার সেনাবাহিনী ও তার দালালদের চোখে এরা শত্রু। শহর-গঞ্জ-গ্রাম, যেখানে যাকেই তারা শত্রু মনে করছে তার উপর নেমে এসেছে অশেষ নির্যাতন,পাশবিক অত্যাচার, উৎপীড়ন ও হত্যাযজ্ঞ। প্রখ্যাত লেখক আতোয়ার রমান এই বইটিতে সেই সব সব নিষ্ঠুরতার কিছু আলেখ্য উপস্থাপন করেছেন, যে নিষ্ঠুরতার বিষাক্ত ছোবল থেকে তাঁর আপন ঘরও রক্ষা পায়নি। এর চরিত্রগুলো বাস্তব, কাহিনীগুলোতেও কল্পনার লেশ মাত্র নেই। আমরা এই বইটি প্রকাশ করে এদেশে সংঘটিত মুক্তিযুদ্ধে নিহত, নিপীড়িত, লাঞ্ছিত সকল মানব-মানবীর প্রতি আমাদের অপরিমেয় ঋণ স্বীকার ও অকুন্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করছি ।