কাজী নজরুল ইসলামের অন্তরে শ্যামল শোভাময় চির¯িœগ্ধ বসুন্ধরার যে রূপ সুশোভিত ছিল, গানের উপমার মাধ্যমে, কথায় ও সুরে নজরুল সেই অপরূপ রূপকে আমাদের সম্মুখপানে দৃশ্যমান করেছেন। নজরুলের সে গান কখনো ঋতুরঙ্গের রূপবন্দনা হিসেবে, কখনো প্রকৃতির সুশোভন অনুষঙ্গের বর্ণনা হিসেবে, আবার কখনো যথার্থ প্রকৃতির গান হিসেবে প্রকাশিত আমাদের মাঝে। রুক্ষ, নিরস, বিবর্ণ, তাপদগ্ধ দিন, বাদলের আকাশ ঘিরে সজল হাওয়ার কান্না, মেঘে মেঘে অন্ধ আকাশে বাদল ঝরার পালা, শিউলি তলায় শারদ প্রাতের পল্লী রূপসী বালিকার ফুল কুড়ানোর চঞ্চলতা, শরতের নীল আকাশে মেঘেদের দল বেঁধে ভ্রমণ করা, শুভ্র পূজারিনির বেশে হেমন্তের শিশিরে নাওয়া, সোনালি ফসলের রঙে ভরে যাওয়া হেমন্তের মাঠ ও নবান্ন উৎসব, শীতের হিমেল হাওয়ার রিক্ত শূন্য ও উদাস প্রকৃতি, মধুর বসন্তের পু®প সৌখিনতাসহ অসংখ্য রূপ নজরুলের প্রকৃতি বিষয়ক গানে প্রকাশ পেয়েছে গভীর নান্দনিকতায়। রবি, শশী তারকার মাঝে, আকাশে পবনে, বনভূমিতে, জলরাশিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের যে লীলা প্রকাশ করেছেন বিধাতা আপন হাতে, তারই একটি দৃষ্টিনন্দন রূপ চিত্রিত হয়েছে কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রভাবিত গানে। এ গ্রন্থে প্রকৃতির সেসব স্বর্গীয় রূপের লাবণ্যতা, মধুময়তার চিত্র তুলে ধরা হয়েছে। এ গ্রন্থটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারন কেন্দ্রের সহায়তায় করা গবেষণা কর্মের একটি পরিমার্জিত রূপ।