Authors:
অবনীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ অগাস্ট ১৮৭১। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। পিতা গুণেন্দ্রনাথ ছিলেন আর্ট স্কুলের প্রথম যুগের কৃতী ছাত্র। গুণেন্দ্রনাথের তিন পুত্র ও দুই কন্যা সকলেই চিত্রকলায় কৃতিত্ব দেখিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের উদ্দেশ্যে অবনীন্দ্রনাথ কিছুকাল সংস্কৃত কলেজে পড়েছিলেন। পারিবারিক শিল্পচর্চার পাশাপাশি তিনি পাশ্চাত্য অঙ্কনপদ্ধতির পাঠ গ্রহণ করেন। নিজস্ব রীতি ও পথ আবিষ্কারের পর তিনি ই. বি. হ্যাভেল, রদেনস্টাইন, আনন্দকুমারস্বামী, ভগিনী নিবেদিতা প্রমুখের উৎসাহে ভারতীয় শিল্পকলার হারানো ঐতিহ্যের পুনরুদ্ধারে ব্রতী হন। ভারতীয় রীতিতে আঁকা তাঁর প্রথম চিত্রাবলি কৃষ্ণলীলা-সংক্রান্ত। দেশে ও বিদেশে তাঁর অনেক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পিতৃব্য রবীন্দ্রনাথের প্রেরণায় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথের আত্মপ্রকাশ কথাশিল্পী রূপে। তাঁর বহুবিচিত্র ও বিখ্যাত বইগুলির মধ্যে ‘শকুন্তলা’, ‘রাজকাহিনী’, ‘আপনকথা’, ‘ভারতশিল্পের ষড়ঙ্গ’, ‘শিল্পায়ন’, ‘ঘরোয়া’, ‘জোড়াসাঁকোর ধারে’ প্রভৃতি উল্লেখযোগ্য।সরকারি আর্ট কলেজের সহাধক্ষ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাণী বাগীশ্বরী অধ্যাপক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রভৃতি পদে তিনি বৃত ছিলেন। অবনীন্দ্রনাথ প্রয়াত হন ৫ ডিসেম্বর ১৯৫১।