আল কুরআনের বিষয়ভিত্তিক বাণীসমূহঃ পবিত্র কুরআন একটি বিশাল গ্রন্থ যা মহান আল্লাহর হেদায়াতের বাণী দ্বারা পরিপূর্ণ। পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ প্রদত্ত এই আসমানী কিতাবে মানবজীবনের সামগ্রিক বিষয়াদির উপর আল্লাহর নির্দেশনাসমূহ পরিস্কারভাবে তুলে ধরা হয়েছে। এতে রয়েছে আল্লাহর পরিচিতি, তাঁর বিশেষ গুনাবলী ও বৈশিষ্ট্য, আল্লাহর সর্বময় ক্ষমতার বাস্তব নিদর্শনসমূহ ও মানুষের কল্যাণে নিয়োজিত আল্লাহর অসংখ্য নিয়ামতসমূহ। কুরআনের পরিচয়, এর ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব, কুরআনের সত্যতা সম্পর্কিত আল্লাহর অকাট্য যুক্তিসমূহ, ঈমান আনয়নের গুরুত্ব ও অবিশ্যাসীদের পরিণাম, তাওহিদ, রেসালাত, ফেরেশতাকূল, তাকদীর ও পরকালের সত্যতা সম্পর্কিত আয়াত সমূহ এতে অন্তর্ভুক্ত হয়েছে। ইসলামের পরিপূর্ণ রূপরেখা, ইসলামী জীবনব্যবস্থা বাস্তবায়ন পরবর্তী কার্যক্রম সমূহ, ফরয ইবাদাত সমূহ যেমন নামায, রোজা, যাকাত, হজ্জ ও কুরবানীর বিধিবিধান, হেদায়াত, জিহাদ, খিলাফাত সম্পর্কিত আল্লাহর বাণীসমূহ পরিস্কারভাবে তুলে ধরা হয়েছে। সৃষ্টি জগত সম্পর্কিত দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয়সমূহের উপর আল্লাহর আয়াত সমূহ, মানুষের সৃষ্টি ও এর উদ্দেশ্য, দুনিয়ার জীবনের গুরুত্ব ও বাস্তবতা, দুনিয়ার জীবনে মানুষের করনীয় ও বর্জনীয় কাজসমূহ, সৎকর্ম বা নেক আমলের বিস্তারিত ব্যাখ্যা ইহকাল ও পরকালে সৎকর্মশীলদের প্রতিদান, তাওবা ইস্তেগফার করার গুরুত্ব ও নিয়মাবলী, তাকওয়া অর্জন, ধৈর্য্য ধারনের বিষয়ে বর্ণিত আয়াত সমূহ, আল্লাহর প্রশংসা, মানব কল্যাণে করনীয় কাজসমূহের বিস্তারিত বর্ণনা রয়েছে এই গ্রন্থে। এছাড়া, কুফরী, শিরক ও মুনাফিকী সম্পর্কে আল্লাহর সতর্কবাণী ও এদের পরিণতি, বিভিন্ন হারাম ও অপরাধমূলক কাজের বিবরণ ও এর পরিণাম, অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর বর্ণিত নির্দেশনাবলীসমূহ, ধনী গরীবের বৈষম্য নিরসনে আল্লাহর নির্দেশনাবলী ও পারিবারিক জীবন সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনাবলী এতে সন্নিবেশিত হয়েছে। এছাড়া নারীর মর্যাদা ও পর্দার বিধান, পারস্পরিক সম্পর্ক, সামাজিক দায়িত্ব ও শিষ্টাচার সম্পর্কিত আল্লাহর উপদেশবাণী ও সর্বোপরি মু’মিন মুসলামানদের অপরিহার্য গুনাবলীসমূহ বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। এছাড়া আরও রয়েছে কিয়ামতের দিনের ভয়াবহতা, কেয়ামত দিবসে মানুষের অবস্থা, আল্লাহ কর্তৃক বিচার কার্য সম্পন্ন করার বর্ণনা। সর্বোপরি রয়েছে মানুষের আমলনামার ভিত্তিতে আল্লাহ কর্তৃক জান্নাত ও জাহান্নামের ফয়সালা সম্পর্কিত আয়াতসমূহ। আরও রয়েছে জান্নাতের নাজ নেয়ামত ও সুখ শান্তির বর্ণনাসমূহ এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির বিস্তারিত বিবরণ। কুরআনের বিষয়ভিত্তিক এই তরজমার বইটি পাঠককূলের কুরআনের জ্ঞানার্জনে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমীন।