সাম্প্রতিক সময়ে যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিমূর্ত করার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম লেখক ও গবেষক সালেক খোকন। ১৯৭১ সালে বাংলার জমিনে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, এমন বিশজন বীর মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের ‘১৯৭১: বিজয়ের গৌরবগাথা’ গ্রন্থটি।
এ গ্রন্থে বীর যোদ্ধাদের যুদ্ধস্মৃতি, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনাপুঞ্জ সুচারুভাবে বর্ণিত হয়েছে। সন্নিবেশিত করা হয়েছে একাত্তরের বিভিন্ন দলিল ও দুর্লভ আলোকচিত্র। অভিনব এই গ্রন্থে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় লেখক বের করে এনেছেন দেশের প্রতি, মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাঁদের প্রতিরোধ, তাঁদের যন্ত্রণা, বীরত্ব, পরবর্তী প্রবংশের প্রতি তাঁদের আশাবাদ-এসব অনুষঙ্গ। ফলে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে লেখকের যে পবিত্র চেষ্টা অব্যাহত আছে, তাতে এ গ্রন্থ নিঃসন্দেহে গতি আনবে।
‘১৯৭১: বিজয়ের গৌরবগাথা’ গ্রন্থটি মুক্তিযুদ্ধের সত্যিকার বস্তনিষ্ঠ ইতিহাস জানার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। পাশাপাশি এ গ্রন্থ যে কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।