হযরত আয়াতুল্লাহ্ জাওয়াদী অমোলী প্রণীত বক্ষ্যমাণ গ্রন্থ মাফাতীহুল্ হায়াত্ এমন একটি গ্রন্থ যাতে মানব জীবনের ইহকালীন ও পরকালীন সর্বাত্নক কল্যাণের লক্ষ্যে প্রধানত নবী পরিবারের পবিত্র ব্যক্তিত্বগণের (আ.)উক্তির আলোকে দিকনির্দেশনা দেয়া হয়েছে। এতে জ্ঞানার্জন থেকে শুরু করে নাফসের হেফাযত, স্বাস্থ্যরক্ষা, পোশাক-পরিচ্ছদ, শিল্পকর্ম্, বিনোদন সামাজিক সম্পর্ক্ ও দায়িত্ব-কর্তব্য, জৈব পরিবেশ, আবহাওয়া, ইসলামী হুকূমাত, রাস্তাঘাট, শহর ব্যবস্থাপনা ইত্যাদি বিপুল সংখ্যক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমনকি এতে বস্তুবিজ্ঞানের বহু বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে। গ্রন্থটির সূচিপত্রের প্রতি দৃষ্টি দিলেই এর বিষয়বস্তুর আধিক্য ও বৈচিত্র সম্পর্কে ধারনা লাভ করা সম্ভব। হযরত রাসূলে আকরাম (সা.) ও তাঁর আহলে বাইত(আ.) এ সব বিষয়ে যা কিছু বলে গিয়েছেন আজ সদীর্ঘ্ কাল পরেও তার প্রাসঙ্গিকতা সামান্য পরিমাণেও হ্রাস পায় নি- যার কারণ এই যে, এ সব দিকনির্দেশনা ঐশী ওহী ও ইল্হাম থেকে উৎসারিত।