বর্তমান সময়ের একজন নন্দিত সাহিত্যিক। জন্ম ৭ এপ্রিল ১৯৫৭ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভার ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য’ হাজী বাড়িতে। তিনি মাতৃকূলে মধ্যযুগের শেষপাদের কবি বাকের আলী চৌধুরীর সরাসরি অধঃস্তন পুরুষ। সাহিত্যাঙ্গনে তাঁর অভিষেক ঘটে ছড়া লেখার মাধ্যমে সত্তর দশকের প্রখ্যাত ছড়াকার অকাল প্রয়াত বখতেয়ার হোসেনের হাত ধরে। তখন তিনি সপ্তম শ্রেণির ছাত্র। এরপর সৃষ্টির নেশায় এ প্রাবন্ধিক, গবেষক ও কবি সাহিত্যের প্রায় সব শাখাতেই স্বাচ্ছন্দ্য ও স্বতঃস্ফূর্ত বিচরণ শুরু করলেও এক সময় ঝুঁকে পড়েন প্রবন্ধ চর্চায়। প্রবন্ধ তথা গদ্য সাহিত্যে তাঁর সৃষ্টিশীলতা ঈর্ষণীয়। নিছক নীরস বিষয়েও শব্দের নিপুণ গাঁথুনির মাধ্যমে সহজবোধ্য, সাবলীল, ঝরঝরে ভাষায় পাঠকের মন ছুঁয়ে যেতে তিনি পারঙ্গম। প্রখর অন্তর্ভেদী অবলোকন ক্ষমতার অধিকারী এ সাহিত্যিক প্রচুর লেখাপড়া করেন। তাঁর পাঠভ্রমণ, অবারিত চিন্তাশক্তি, তথ্য পরিবেশনে বিস্ময়কর সক্ষমতা তিনি লাভ করেছেন নিরন্তন পাঠ ও শ্রমে, ভাবনা ও জ্ঞানে। এজন্য তাঁর সৃষ্টিকর্ম আমাদের যেমন আপ্লুত করে, তেমনি ভাবায়ও।