সিপাহী বিপ্লবেরও ষােল বছর আগে, ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর শাসনামলের শেষ পর্যায়ে টেলর সাহেব ঢাকায়। আসেন ডাক্তার হয়ে। তিনি ছিলেন। ঢাকার তৎকালীন সিভিল সার্জন। এখানে তিনি দীর্ঘ আট বছর কাল অবস্থান করেন। এই সময়ে তিনি কখনও ব্যক্তিগত ভাবে এবং কখনও বিভিন্ন সরকারী অফিসের দলিল দস্তাবেজ থেকে, কখনও সর্বশ্রেণির লােকদের জিজ্ঞাসাবাদ করে নানাভাবে, এদেশের নানা তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন। এ কাজ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানী সরকারের আদেশ ক্রমেই সম্পন্ন করেন এবং ফোর্ট উইলিয়াম দূর্গে অবস্থানরত মেডিক্যাল বাের্ডের সচিব জেমস্ হাচিনসনের নিকট ঢাকার ভূপ্রকৃতি ও পরিসংখ্যানের একটি সংক্ষিপ্ত বিবরণ (এ স্কেচ অব দি টপগ্রাফী এণ্ড স্ট্র্যাটিটিক্স অব ঢাকা) পেশ করেন। টেলর সাহেব বিভিন্ন অঞ্চলের মাটি ও এর বৈশিষ্ট্য, মাটিতে বিভিন্ন উপদানের সংমিশ্রণের ভাগ ও গুণাগুণসহ নদীর তলদেশের (River bed) বর্ণনা দিয়েছেন নিপুনভাবে। তার অসাধারণ পর্যবেক্ষণ শক্তি ও দূরদর্শিতার পরিচয় একটি মাত্র উদাহরণেই উজ্জ্বল হয়ে উঠবে।