বাংলাদেশের অখণ্ড ইতিহাস হিসেবে বাংলাদেশ ইতিহাস পরিক্রমা' গ্রন্থটি রচিত। এক খণ্ডের মধ্যে বাংলাদেশের প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সম্পূর্ণ ইতিহাস রচনার প্রয়ােজনীয়তার কথা বিবেচনা করেই বর্তমান গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়। এতে প্রাচীন কাল থেকে শুরু করে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত পরিসীমায় বাংলাদেশের সকল রাজনৈতিক উত্থান পতনের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও সাধারণ পাঠকসমাজের পক্ষে বাঙালির তথা বাংলাদেশের সামগ্রিক পরিচয় লাভ করা সহজে সম্ভব। বহু ত্যাগ ও তিতিক্ষার পর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি বাঙালির আত্মপরিচয় জানা আবশ্যক। উপরন্তু শিক্ষার বিভিন্ন স্তরে বাংলাদেশের ইতিহাস এখন পাঠ্যসূচিভুক্ত। বিশেষত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশের ইতিহাস পড়ানাে হয়। এসব পাঠ্যসূচির সম্পূর্ণ প্রয়ােজন যাতে মিটতে পারে সেদিকে গ্রন্থ রচনা কালে বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে।