জলজঙ্গলে ঘেরা এক প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র মেয়ে কাপাশির নবজন্মের কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য । বিশ্বাস, ভালবাসা, নিষ্ঠা আর আত্মমর্যাদার সিঁড়ি ভেঙে কীভাবে পৌছল সাফল্যের স্বর্ণশিখরে, তারই গল্প মরমী অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে ।
গ্রামের নাম আতাপুর । আকুল-করা আকাশের মেঘমালা, নদীর কুমীর আর ডাঙায় বাঘ নিয়ে প্রকৃতি এখানে দারুণ মোহময় | এই প্রকৃতির কোলেই মাতৃহীনা কাপাশির নিস্তরঙ্গ জীবন বেড়ে ওঠে । কয়েকটা প্রিয় হাঁস নিয়ে তার মনের ছোট্র পৃথিবী । এরই পাশাপাশি আছে আত্মীয়-পরিজনের হৃদয়হীনতা, দারিদ্রের লাঞ্ছনা আর অন্ধকারের হাতছানি । বাবা কালীপদ রোজগারের ফন্দিফিকিরে ঘুরে বেড়ায় গ্রাম থেকে গ্রামান্তরে | অভিভাবকহীন সংসারে ছোটবোন বাতাসিকে নিয়ে কেমন করে দিনাতিপাত করে সে ? এক সময় বাতাসি রহস্যজনকভাবে মারা যায়| কিন্তু কেন ? বাবা সংসারে নিয়ে আসে নতুন মা। কাপাশির দিনযাপনে পালাবদল ঘটে । তার জীবনে আসে বিভাস। আসে কলকাতার দিনরাত্রি । এবার তার নতুন জীবনের শুরু। সুযোগের অপেক্ষা এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে কাপাশি ছুঁয়ে ফেলল উত্তরণের শীর্ষবিন্দু। কীভাবে তারই কাহিনী এই সংবেদী উপন্যাসে।