কলকাতার এক নম্বর উডবার্ন পার্কের বাড়িটি নানা দিক থেকে আজ ইতিহাস। না, সে বাড়ির গৌরবময় ইতিহাস এই বইয়ের বিষয়বস্তু নয়, ‘এক নম্বর বাড়ি’তে পঞ্চাশের দশকে গৃহবধূ-হয়ে-আসা একটি মেয়ের স্মৃতিকাহিনি এর প্রধান উপজীব্য।এক নম্বর উডবার্ন পার্কের বিখ্যাত বাড়িটিতে চার দশক আগে গৃহবধূ হয়ে এসেছিলেন একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। বসুবাড়ির সেই গৌরব তখন অস্তমিত। কিন্তু ঐতিহাসিক বাড়ির সর্বত্র তখনও অনুভূত হচ্ছে সূর্যের তাপ। এ বাড়ির ইতিহাস সৃষ্টিকারী জ্যোতিষ্ক পুরুষেরা আর নেই, তবু তাঁদের বিভা উত্তরপুরুষদের জীবনযাপনে গভীর প্রভাব ফেলেছে। এরই মধ্যে বসুবাড়ির অন্দরমহলের সুমধুর বহু অভিজ্ঞতা নববধূটির জীবনের সম্পদ হয়ে ওঠে। এই বাড়ি থেকে কিছুকাল পরেই বধূটি স্বামীর সঙ্গে পাড়ি দিলেন সুদূর আমেরিকার বস্টন শহরে। আজকের দিনে বিদেশযাত্রা কোনও বিশেষ ঘটনা নয়। কিন্তু তখনকার দিনে আমেরিকা এক নিউওয়ার্ল্ড, এক বিস্ময়। সব মিলিয়ে বিগতদিনের ঘরোয়া কথা ও প্রবাসজীবনের রঙিন কথাচিত্র এই বইয়ের অমূল্য সম্পদ।