১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার জন্য আমরা যারা আন্দোলন করেছিলাম মামুন তাদের প্রায় প্রত্যেকের ছবি ক্যামেরায় তুলে রেখেছে। ভাষা সৈনিকদের প্রতি তার যুক্ততা এবং আগ্রহ আমাদের জন্য সংবাদ শিরোনাম হয়ে থাকবে। তার লেখা ও নেয়া সাক্ষাৎকার অভিনব, ব্যতিক্রম এবং কৌতূহলী।যে ভাষায় এবং উচ্চারণে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি সেই সরল বাংলা ভাষায় নাসির আলী মামুন সাক্ষাৎকার গ্রহণ করেন। কেন তিনি এমন ভাষায় সাক্ষাৎকার নিয়ে থাকেন এ-ব্যাপারে তার সঙ্গে কথা বলে আমি নিজে শিক্ষিত হয়েছি।
বাংলা ভাষায় লিখিত সাহিত্য নিয়ে নানাজনে নানা মত দিয়ে থাকেন। লিখিত ভাষাকে সুনির্দিষ্ট কোনো ছকে আটকে রাখলে ভাষার সৌন্দর্য ব্যাহত হবে বলে আমি মনে করি। বাংলাদেশে চলতি ভাষা, সাধু ভাষা, আঞ্চলিক বা আদিবাসী সকল ভাষায়, এমনকি গণমানুষের মুখের ভাষায় সাহিত্য হতে পারে। তাতে লিখিত বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে। মামুনের ভাষার স্টাইলটি এবং এর সরলতা আমাদের মোহিত করুক। আমার দৃঢ় বিশ্বাস মানুষের মুখের ভাষা বেঁচে থাকবে। নাসির আলী মামুনের সাক্ষাৎকার জয়যুক্ত হউক।
আব্দুল মতিন
(১৯২৬-২০১৪)
ভাষা সৈনিক