এ্যারিস্টটলের ‘মেটাফিজিকস' গ্রন্থটি সমগ্র বিশ্বের দর্শন সাহিত্যে অতুলনীয় গ্রন্থ। প্রাচীন গ্রিসের তথা সারা বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এ্যারিস্টটল (৩৮৪৩২২ খ্রি. পৃ) তাঁর ‘মেটাফিজিকস' শীর্ষক গ্রন্থে। দর্শনের মূল আলােচ্য বিষয় পরম সত্তার প্রকৃতি উদঘাটনে ব্যাপত হয়েছিলেন আজ হতে প্রায় আড়াই হাজার বৎসর পূর্বে। এ্যারিস্টটলের সে প্রচেষ্টা আজও অতুলনীয়। তাঁর মতে পরম সত্তা সর্বকারণের কারণ, আদিকারণ, গতিহীন সঞ্চালক ও কল্যাণময় এবং শুভ। তাঁর অভিমত, শুভ সত্তার জ্ঞান লাভ কঠিন ও জটিল; তবে তা একেবারে অবােধ্য নয়। এ্যারিস্টটলের সেই কঠিন ও জটিল পরম সত্তার পরিচিতিই বিধৃত হয়েছে এ গ্রন্থে। এ্যারিস্টটল মনে করেন যে, সঠিক জ্ঞান হলাে চূড়ান্ত কারণসমূহের জ্ঞান, চূড়ান্ত জ্ঞান হচ্ছে আদি কারণের জ্ঞান। আদিকারণ একটি শ্বাশত ও বাস্তব অসঞ্চালিত আদি সঞ্চালক। সেই আদি সঞ্চালক সত্তা আধ্যাত্মিক, চিন্তাধর্মী এবং শুভ পরম সত্তা।