বিশ্বের ডিজিটাল বিভাজনের মধ্যে সেতু তৈরির অন্যতম প্রধান প্রচারক ব্যক্তিত্ব স্যাম পিত্রোদা। ভারতের টেলিকম কমিশনের প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান। গত শতাব্দীর আটের দশকে দেশ জুড়ে ছড়িয়ে পড়া উজ্জ্বল হলুদ রঙের পিসিও/এসটিডি বুথ আর স্যাম পিত্রোদার নাম সমোচ্চারিত হত মানুষের মুখে মুখে। হঠাৎই তাঁর পৃথিবীতে নেমে আসে একের পর এক বিপর্যয়। পাহাড় থেকে হঠাৎ খাদে পড়ে যাওয়া একজন মানুষ কীভাবে উঠে এলেন আবার এবং আরও গভীর প্রভাব ফেললেন বিশ্বে, এই বইয়ে আছে সেই বিস্ময়কর ও আবেগঘন কাহিনি।স্যাম পিত্রোদা টেলিকম ক্ষেত্রে উদ্ভাবক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। একইসঙ্গে একজন স্বনামধন্য উদ্যোগপতি, উন্নয়ন-চিন্তক, নীতি নির্ধারক—যিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ক্ষেত্রে আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়নে পার করেছেন পঞ্চাশ বছর। গত শতাব্দীর আটের দশকে ভারতের দূর-যোগাযোগ-ব্যবস্থা ও প্রযুক্তির আমূল সংস্কারের উদ্গাতা। বিশ্বের ডিজিটাল বিভাজনের মধ্যে সেতু তৈরির অন্যতম প্রধান প্রচারক ব্যক্তিত্ব স্যাম পিত্রোদা। ভারতের টেলিকম কমিশনের প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান। ছিলেন পাবলিক ইনফরমেশন, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনোভেশন বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার অধিকারী। স্যাম পিত্রোদা উদ্যোগপতি হিসেবে আমেরিকায় প্রতিষ্ঠা করেছেন বেশ কিছু কোম্পানি। পেয়েছেন পনেরোটি সাম্মানিক পি-এইচ ডি। একশোর কাছাকাছি আন্তর্জাতিক পেটেন্টের অধিকারী। আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়ায় বহু লেখা প্রকাশ করার পাশাপাশি প্রদান করেছেন মূল্যবান বক্তৃতা।