জরুরি অবস্থা জারি হয় ২৫ জুন ১৯৭৫। ক্ষোভে তৎক্ষণাৎ উত্তাল দেশ। চালু হল ‘প্রেস সেন্সরশিপ’। সাহিত্যিক, সাংবাদিক গৌরকিশোর ঘোষের দু’টি লেখা বাতিল করল সেন্সর বোর্ড। মস্তক মুণ্ডিত করে গৌরকিশোর জানালেন, কলমের স্বাধীনতা হরণ তাঁর কাছে মাতৃবিয়োগের ঘটনার মতোই। ‘কলকাতা’ পত্রিকার ‘বিশেষ রাজনৈতিক সংখ্যা’য় অন্যান্য লেখার সঙ্গে প্রকাশিত হয় গৌরকিশোরের বাতিল সেই লেখাদু’টি এবং ছেলেকে লেখা তাঁর একটি চিঠি। সরকার পত্রিকাটি নিষিদ্ধ ঘোষণা করে। ৬ অক্টোবর ১৯৭৫ MISA-য় গ্রেপ্তার করা হয় গৌরকিশোর ঘোষকে। এক বছর জেলবন্দি ছিলেন তিনি। জেলে বসেই লেখেন ‘প্রধানমন্ত্রীকে খোলা চিঠি’ এবং ‘দাসত্ব নয়, দাসত্ব নয়, স্বাধীনতা!’। তীব্র সামাজিক অভিঘাতপূর্ণ এই লেখাগুলির পাশাপাশি জেলে থাকাকালীন তাঁর লেখা কবিতা, চিঠি, মতামত, টুকরো চিন্তা সবই অগ্নিগর্ভ সেই সময়ের গুরুত্বপূর্ণ দলিল। সেই সব রচনা নিয়েই প্রকাশিত হল গৌরকিশোর ঘোষের ‘দাসত্ব নয়, স্বাধীনতা’। গণতন্ত্রবাদী, আপসহীন এক মানুষের বিশ্বাস যেখানে জীবন্ত।