২০০৯ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পদক প্রাপ্তির মাধ্যমে আমরা প্রবেশ করেছি নতুন যুগে। ২০০১ সালে শুরু হওয়া কার্যক্রমের ব্যপ্তি, পরিসর সবই বেড়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়ােজনে বিভাগীয় ও জাতীয় উৎসব ছাড়াও এখন অনেকেই গণিতের এই কর্মযজ্ঞে শামিল হয়েছেন। তৃণমূল পর্যায়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ূথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে ইউনিয়ন পর্যায়েও এখন গণিত অলিম্পয়াড অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর আমাদের উৎসবগুলাের আগেতাে বটেই, এমনকী সারা বছর ধরে আমাকে ব্যাখ্যা করতে হয় গণিত উৎসব কী, কীভাবে এটি আয়ােজন করা যায়, অলিম্পয়াডের প্রশ্নগুলােই বা কেমন, কোনাে নমুনা প্রশ্ন পাওয়া যাবে কী না - এসবই। এসব প্রশ্নের জবাব দিতে আমার অবশ্য কখনাে ক্লান্তি হয় না। প্রথম দিকে আমরা মুখে মুখে নিয়ম কানুন জানাতাম। ছিল প্রথম আলাের বিজ্ঞান প্রজন্ম। এর পরে আমরা যােগ করলাম বাংলাদেশ গণিত অলিম্পয়াডের ওয়েবসাইট।