আপনি যদি মনে করেন, ওঃ বাব্বা, গণিতের ব্যাপারে দূরে থাকাই ভালো, ভুল করছেন। গণিতের মধ্যে যে কত আনন্দ, তা সবার কাছে তুলে ধরাই এ বইয়ের উদ্দেশ্য। যেমন ধরুন, টিএসসি চত্বরে ক্লাসের কয়েকজন বন্ধু জড়ো হয়েছেন। ‘মামা, চার কাপ চা’ বলে চুটিয়ে গল্প শুরু করেছেন। হঠাৎ একজন গণিতের একটা সহজ ধাঁধা ধরল, বল তো আমি কে?
—মানে? তুই রিকি! এটাই তো তোর নাম।
—না, মানে একটা ধাঁধা। মনে কর আমি দুই অঙ্কের (ডিজিট) একটি সংখ্যা। আমি ৪০-এর কম। আমি জোড় সংখ্যা। ৮ দিয়ে নিঃশেষে বিভাজ্য। আমার অঙ্ক (ডিজিট) দুটির পার্থক্য মাত্র ২। এখন বল, আমি কে? মানে, আমি নামক সংখ্যাটি কত? আপনি বিজ্ঞানের শিক্ষার্থী না হলেও চট করে উত্তরটা বলে দিতে পারেন। খুব সহজ। উত্তর ২৪।
আপনি প্রথমে ৮-এর ২, ৩, ৪...গুণ সংখ্যাগুলো দেখুন। ওগুলো হলো ১৬, ২৪, ... ব্যস, আর হিসাবের দরকার নেই। কারণ ২৪-এর ২ ও ৪-এর পার্থক্য ২। উত্তর পেয়ে গেলেন!
আপনি সাহিত্য না ইতিহাসের শিক্ষার্থী, সেটা কোনো ব্যাপার না। গণিতের ধাঁধাটি চট করে বের করে ফেলেছেন। আপনি সবাইকে তাক লাগিয়ে অপার আনন্দ লাভ করবেন।