সরস্বতী নদী লুপ্ত হয়ে গেছে, রাজস্থানের ওপর দিয়ে বইত বিশাল নদীটা, বালির নীচে হারিয়ে গেছে। প্রতিটি বড় নদীর নীচ দিয়ে বয়ে যায় আর একটি নদী, তাতে জল থাকে। লুপ্ত সরস্বতীর খাতের সন্ধানে নেমেছেন প্রফেসর সজল দেব, সঙ্গ নিয়েছে তিনজন নারী ও তিনজন পুরুষ, হেঁটে চলেছেন থর মরুভূমির ওপর দিয়ে মাইলের পর মাইল। দলটি খুঁজে পেতে চাইছে বালির তলায় হারিয়ে যাওয়া নদীখাত। পেয়ে গেলে সেখান থেকে পাম্প করে মিষ্টি জল তুললে রাজস্থানের ঊষর মরুভূমি শস্যশ্যামল হয়ে যাবে। ম্যাপ অনুযায়ী যেখানে যেখানে নদীখাত থাকার কথা সেখানে দলটি দাঁড়ায়, খোঁজপাত করে আবার এগিয়ে চলে। মরুঝড়, শরীরের ওপর অকথ্য অত্যাচার সয়ে পেরিয়ে এল তারা একশো সাতচল্লিশ কিলোমিটার, ডক্টর সজল দেবের অনুসন্ধান শেষ হল। তার মধ্যে ইতিহাসের ছাত্রী অনুরাধা শোনাল রাজস্থানের ইতিহাসের ছোট ছোট গল্প, প্রফেসর শোনালেন রাজস্থানের প্রাচীনত্বের গল্প। দেখা হল পৃথিবী বিখ্যাত ‘ফসিল পার্ক’। আঠেরো কোটি বছরের আগেকার পুরো একটি গাছ পাথর হয়ে শুয়ে আছে। কিছু লোককথা, কিছু অজানা ইতিহাস, প্রত্নতত্ত্ব ও একদল মানুষের অক্লান্ত মানসিকতার কাহিনি এই ‘অন্য মরুস্থলী’ বইটি। একটি সত্য কাহিনি, কিছুটা সাজিয়ে নিতে হয়েছে এইমাত্র।