দর্শনের অন্যান্য শাখার মতো নীতিবিদ্যার ক্ষেত্রেও প্রশ্ন না বুঝে উত্তর দিতে গিয়ে অধিকংশ সমস্যার জন্ম হয়েছে। একই কারণে নীতিদার্শনিকদের মধ্যে মতভিন্নতারও সৃষ্টি হয়েছে। নীতিবিদ্যার এ সমস্যা সমাধানের জন্য জর্জ এডওয়ার্ড ম্যুওর আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার Principia Ethica চেয়ে পরানীতিবিদ্যার Principia Ethica ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তাঁর চৎরহপরঢ়রধ ঊঃযরপধ বিশ্লেষণী দৃষ্টিকোণ থেকে পরানীতিবিদ্যাগত আলোচনা। নৈতিক ধারণাবলির অর্থ বিশ্লেষণ এ গ্রন্থের বিষয়বস্তু। আর চৎরহপরঢ়রধ ঊঃযরপধ গ্রন্থের কেন্দ্রীয় আলোচ্য বিষয়সমূহের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণই ম্যুওরের নীতিতত্ত্ব নামক বর্তমান গ্রন্থের মূল উদ্দেশ্য।
ভালোত্ব (goodness) ম্যুওরের নীতিতত্ত্বের কেন্দ্রীয় ধারণা। ভালোত্ব একটি অপ্রাকৃতিক গুণ। কিন্তু ‘অপ্রাকৃতিক’ শব্দটির অর্থ কী? ‘প্রাকৃতিক’, ‘অতীন্দ্রিয়’, ইত্যাদি গুণের সঙ্গে এর সম্পর্ক কী? ভালোত্ব কি অন্তর্নিহিত? এবং, সবচেয়ে বড় কথা, ম্যুওর কি তাঁর নিজের আবিষ্কৃত প্রাকৃতিকীয় অনুপপত্তি দ্বারা নিজেই আক্রান্ত হয়েছেন?-এসব প্রশ্নের উত্তরই এ গ্রন্থে আলোচিত হয়েছে। এই আলোচনাও বিশ্লেষণমূলক। তাই এ গ্রন্থ ম্যুওরের নীতিতত্ত্বের পরাবিশ্লেষণমূলক গ্রন্থ।
পাঠকবৃন্দ এ গ্রন্থে যেমন ম্যুওরের নীতিতত্ত্বের কেন্দ্রীয় ধারণাবলির পরানীতিবিদ্যাগত আলোচনার সঙ্গে পরিচিত হবেন তেমনি বিশ শতকের বিশ্লেষণী নীতিবিদ্যার স্বাদও উপভোগ করবেন।