কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। কখনও নিজের কথায় আবার কখনও তাঁর কাছের মানুষের স্মৃতিচারণায় কবির ভ্রমণকাহিনী বিভিন্ন ভাবে লিপিবদ্ধ হয়েছে। ‘মংপুতে রবীন্দ্রনাথ’ এ ধরনেরই একটি রচনা। পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ের মংপু কবিগুরুর অবকাশ যাপনের অন্যতম পছন্দের একটি জায়গা। বিভিন্ন সময়ে তিনি এখানে এসেছেন। জীবনের প্রায় শেষ সময়েও ভ্রমণের জন্য তিনি মংপুতেই যেতে চেয়েছিলেন। মৈত্রেয়ী দেবীর সাথে কারি পরিচয় দীর্ঘদিনের। তাঁর জীবনের প্রথম কবিতার বইয়ে কবি সানন্দে ভূমিকা লিখে দিয়েছিলেন মংপুতে কবির অবকাশ যাপনের দিনগুলিতে মৈত্রেয়ী দেবী ছিলেন তাঁর অন্যতম কাছের মানুষ। বলতে গেলে মৈত্রেয়ী দেবীর আতিথ্যেই মংপুতে কেটেছিল কবির দীর্ঘ অবকাশকাল। কবির সাহচর্যের সুখানুভূতির সেই দিনগুলোর কথামালা, মৈত্রেয়ী দেবী এ গ্রন্থে তুলে ধরেছেন। তাঁর অসাধারণ রচনাশৈলীতে মংপুতে কবির অবস্থানের ঘটনাগুলি হয়েছে সরস ও প্রাণবন্ত। এই বইটি পড়ে পাঠক অন্য এক রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হবেন-যিনি শুধু কবি নন, অনন্য এক মানুষ।